Featured

Resume Writing Technique in Bangla | Amrito Mondol | Professional Resume Format



Published
Resume Writing Technique in Bangla | Amrito Mondol | Professional Resume Format

In this channel I mainly talk about career, professional CV, cover letter, job, interview, Linked-in optimization, bdjobs optimization, job change.

If you haven't subscribed to my channel, you can do so from here: https://youtube.com/channel/UC0r66jb6jTN5ScWgfmVuAEA

If you are interested in Professional CV, Cover Letter, Linked-In Optimization, Bdjobs Optimization, you can join here: https://lnkd.in/e569dmY

You can also follow me on social media wherever you want:

LinkedIn profile: https://www.linkedin.com/in/amritomondol/
Facebook page: https://www.facebook.com/coachamrito
Facebook profile: https://www.facebook.com/amrito.me/
Facebook Group:https://www.facebook.com/groups/amritomondolpnc

অভিজ্ঞদের জন্য সফল সিভিতে যেভাবে সিকোয়েন্স হয়।

১। প্রথমে ফাইল নাম নির্বাচন করুন CV_Name_Designation_Years Of Experience_Top Academic Qualification। সিভি বাম পাশের সাইড অবলম্বন করা ভালো। নিজের নাম, ঠিকানা, ফোন নাম্বার (অবশ্যই অনলাইনে একটিভ থাকহবে), ইমেইল, লিংকডিনের ইউজার নাম থাকবে। উপরের বাম পাশে একটি ছবি সংযোগ থাকবে ঠিক তার ডানপাশে। এমন কোন ফন্ট, সেড ব্যবহার করা উচিত নয় যেটি গ্রহণযোগ্য নয়। নিজের নাম ১৪ ফন্ট সাইজে হবে এবং বাকি সব ফন্ট সাইজ ১০ হবে। সিভি উপরে রিজুমি বা সিভি লেখার কোন দরকার নেই। কোন প্রকার স্টাইল সিভিতে গ্রহণযোগ্য নয়। ০ থেকে ১০ বছর অভিজ্ঞদের জন্য দুই পেজ এবং ১০ থেকে ৪০ বছর তিন পেজ বা চারপেজ হতে পারে।

২। Career Summary লিখুন চারটি বুলেটপয়েন্ট দিয়ে। একটু ভারি অভিজ্ঞতা হলে ছয়টা বুলেট পয়েন্ট করে আপনার সামারি লিখতে পারেন।
# এখন কোন পজিশনে কাজ করছেন, কোন কোম্পানিতে, টোটাল চাকরির অভিজ্ঞতা এবং কোন কোন সেক্টরে কাজের অভিজ্ঞতা তা লিখে ফেলুন।
#আপনার ডিপাটমেন্ট কোনটি তা লিখুন, আপনার সফটওয়্যার দক্ষতা কি কি এবং আপনার ভাষা দক্ষতা কি তা এখানে লিখুন।
# কাজের পরিধি সম্পর্কে বিস্তারিত লিখুন দুইটি বুলেট পয়েন্ট করে। দয়া করে সেটি যেন এক পেজ না হয়।

৩। একটা Career Objective লিখে ফেলুন যা আপনার উদ্দেশ্য প্রকাশ পায়। Career Objective এটি শুরু করতে পারেন To work দিয়ে। সেখানে স্পষ্ট থাকবে কোন পজিশনে চাকরিতে আবেদন করছেন তা লিখে দিন, সেটাই কিন্তু আপনার উদ্দেশ্য। এখানে অভিজ্ঞদের পারদশীতা লেখাটা গুরুত্বপূর্ণ নয়।

৪। Key Skills হিসাবে লিখুন আপনার skills গুলি। ৫*৩=১৫ টা Skills এখানে বুলেট পয়েন্ট দিয়ে লিখতে পারেন। তার মানে হলো প্রতি সারিতে 5 টা করে ৩ সারি Skills লিখুন। কম অভিজ্ঞদের জন্য ৯ টা বা ১২ Skill লেখা যেতে পারে।

৫। Professional Work Experiences এর ক্ষেত্রে Company Name, Designation, Duration, Job Responsibilities and Reporting to থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। Job Responsibilities আপনার কোম্পানি যদি নিধারন না করে দেন তবে নিজে লিখুন। JR লেখার নিয়ম হল, আপনার বর্তমান কাজকে লিখুন এমন করে। যেমন : Planning, Organizing, Leading, Adapting, পরবর্তী কাজের JR লিখুন Managed, Monitored, Planned, Organized, Leaded এমন করে। কি কি করেছেন তার থেকে কতগুলো করেছেন সেটাই অনেক গুরুত্বপূর্ণ। প্রতিটা অভিজ্ঞতার অর্জনগুলো (Key Achievements) আলাদা করে লিখুন।

৬। Academic Qualification এর ক্ষেত্রে লাস্ট দুইটাও লিখতে পারেন। তবে মনে রাখা ভালো রিজুমি যত সাধারণ করা যায় তত ভালো। কোন প্রকার কালার বা সেড করা থেকে বিরত থাকি এবং যেখানে বোল্ড করা হয়েছে সেখানে ইটালি করার কোন দরকার নেই। যেটা সহজ করে বোঝান যায় সেটা ঘর কেটে কুমির আনার দরকার নেই। এখানে অনেকে ঘর কেটে কুমির আনেন তার দরকার হয় না Academic Qualification লিখুন বুলেট পয়েন্ট করে।

৭। Professional Qualification এর ক্ষেত্রে কি লিখবেন? মনে করেন আপনি supply Chain এ জব করেন এখন যদি আপনি একটা Professional Certification নিয়ে নেন সেই বিষয়ের উপর, তবে সেটি এখানে লিখুন বুলেট পয়েন্ট করে। আথবা যদি কোন Short Course করেন সেটার সময়কাল যদি তিন-ছয় মাস বা তার বেশি হয় তবে সেটাই আপনার Professional Certification।

৮। Training and Certifications কর্মজীবনে অনেক Training and Workshop যদি থাকে তবে সে সব এখানে লিখুন বুলেট পয়েন্ট করে।

৯। Personal Information এখানে শুধু Date of birth, NID, Home District এই তিনটা বিষয় রাখা যেতে পারে। তবে যদি কোন ক্ষেত্রে আরও কিছু দরকার হয়, সেখানকার চাহিদা অনুযায়ী ইনফরমেশন দেওয়া যেতে পারে। NID রেজুমিতে না রাখলেও কোন ক্ষতি নেই।

১০। Memberships:
এ ছাড়াও Membership এডিশনাল ইনফরমেশন হিসাবে ভালো কাজে দিবে।

১১। References এর ক্ষেত্রে, দুইজন আপনার পরিচিত Corporate প্রতিষ্ঠানের কর্মকর্তা কে Reference রাখতে পারেন। এটি রেজুমিতে না রাখলেও কোন ক্ষতি নেই। হয়েগেল একটি গোছানো সিভি।

LinkedIn: https://www.linkedin.com/in/amrito-mondol/
Facebook: https://www.facebook.com/amrito.me/
Category
Job
Be the first to comment