Featured

CV Writing Webinar | How to write profession Resume | হাতে কলমে Resume ও CV লেখার খুটিনাটি [Part 02]



Published
চাকরি যুদ্ধে প্রথম নিজেকে তুলে ধরার হাতিয়ার হচ্ছে Resume
Resume ও CV হচ্ছে একটা বিজ্ঞাপন যা নিজেকে চাকরীদাতাদের কাছে তুলে ধরে। আধুনিক সময়ে একটা Resume দেখার জন্য চাকুরীদাতারা খুব কম সময় পান। তাই বর্তমান সময়ে Resume লেখার ক্ষেত্রে অনেক বিষয় মাথায় রাখতে হয় যাতে খুব অল্প কথায় নিজেকে খুব সুন্দরভাবে প্রকাশ করা যায়। Resume লেখা নিয়ে এইসব খুটিনাটি বিষয় নিয়ে এই ওয়েবিনার আয়োজন করা হয় যেখানে সাধারণ বিষয়, Resume স্টাকচার লেখার নিয়ম এবং কিছু আধুনিক Resume এর উদাহরন আলোচনা করা হয়েছে।

আজকে থাকছে দ্বিতীয় পর্ব যেখানে Resume লেখার স্ট্রাকচারাল অংশটি নিয়ে আলোচনা করা হয়েছে অর্থাৎ কিভাবে Resume এর বিভিন্ন অংশ লিখতে হয়।


এই প্রোগ্রাম আয়োজন করেছেঃ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, চট্টগ্রাম এর ক্যারিয়ার ক্লাব।
প্রধান অতিথিঃ ইঞ্জিঃ আলী আজম রোকন, অধ্যক্ষ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, চট্টগ্রাম
বিশেষ অতিথিঃ মোহাম্মদ জাকারিয়া, এমডি সচিবালয়, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
কীনোট স্পিকারঃ জাহিদুল হল চৌধুরী, প্রেসিডেন্ট, দ্যা সিটেক্সিয়ান
প্রেজেন্টারঃ মোঃ রিয়াদ আরেফিন, মার্চেন্ডাইজার, ZXY ইন্টারন্যাশনাল, (বাংলাদেশ লিয়াজো অফিস)
Category
Job
Be the first to comment