Featured

CV Writing Tips । CV Writing Format । সিভিতে ছবি সংযোজন করবেন । How to Write a Resume। Peshadda



Published
একটি ভালো সিভি তৈরীর ক্ষেত্রে সিভিতে ছবি সংযুক্ত করা অনেক গুরুত্বপূর্ণ বিষয়,কারন ছবি সিভিতে আপনাকে প্রতিনিধিত্ব করে। তাই ছবি তোলার ব্যাপারে ও সিভিতে ছবি সংযুক্ত করার ব্যাপারে আমাদের সবাইকে সর্তকতা অবলম্বন করতে হবে। অনেক সময় সিভি শর্টিং এর সময় সিভিতে ছবি ভুল ভাবে সংযুক্ত করার কারনে নিয়োগকর্তার কাছে একটি সিভি বাতিল বলে গন্য হয়।
করণীয় বিষয় :
১) প্রথমত একটি ভালোমানের স্টুডিও থেকে প্রফেশনাল ফটোগ্রাফার এর মাধ্যমে ছবি তুলতে হবে।
২) ছবি প্রিন্ট করলে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট না করাই ভালো,এক্ষেত্রে ডিজিটাল প্রিন্ট হয় এমন ফটোল্যাব থেকে প্রিন্ট করা উত্তম।
৩) তবে যদি কোথাও কাছাকাছি ফটোল্যাব না থাকে তবে কম্পিউটার দোকান থেকে ফটো পেপারে প্রিন্ট দেওয়া যেতে পারে।
৪) ছবির সাইজ : ২ গুন ২ ইঞ্চি (৫১ গুন ৫১ মিমি) আকারে; মাপ এমন যে মাথাটি ১ ইঞ্চি এবং ১ ৩/৮ ইঞ্চি (২৫ এবং ৩৫ মিমি এর মধ্যে) চিবুকের নিচ থেকে মাথার উপরে।
৫) ছবি তোলার সময় প্রাণবন্ত থাকুন,ঠোটে হাসির ছোয়া রাখুন,চোখ নরমাল রাখুন চোখের পাপড়ি মিটমিট করবেন না,ভ্রæ কুচকাবেন না, চেহারার মধ্যে যেন অস্বস্তি বা বিরক্তবোধ না আসে সেইদিকে লক্ষ্য রাখুন।
৬) ছবি পার্সপোর্ট সাইজ হতে হবে। ছবি দেখে যেন মার্জিত মনে হয়। আপনার রুচি যেন প্রকাশ পায়।
৭) ব্যাক গ্রাইন্ড নীল এর পরিবর্তে সাদা দিলে ভালো হয়।
৮) কোট বা বেøজার এবং টাই পরিহিত ছবি দিলে ভালো হয়। শার্ট এর সাথে টাইটা যেন ম্যাচিং হয়।
৯) পোশাক ইস্ত্রি করা উত্তম। যেন ছবি তোলার সময় কোন ভাজ না থাকে।
১০) মেকআপ করা যেতে পারে,তবে খেয়াল রাখতে হবে যেন একদম ধবধবে ফর্শা না হয়ে যায়।
১১) মেয়েদের জন্য হালকা অর্ণামেন্টস ব্যবহার করা যেতে পারে।
১২) সাদা বা আকাশী বা ঘিয়া কালার এর শার্ট বা হালকা কালার শার্ট বা জামা ব্যবহার করা উত্তম।
১৩) যারা পাঞ্জাবী পড়েন তারা পাঞ্জাবী, টুপি পড়ে ছবি তুলতে পারেন।
১৪) বোরখা বা স্কার্প পড়ে ছুবি তোলা যাবে।
১৫) সিভিতে ছবি এটাচমেন্ট এর সময় খেয়াল করতে হবে স্ট্যাপলার পিন যেন ছবির মাথায় না মারা হয়। ছবির উপরে কিছু অংশ ফাকা থাকে সেখানে মারতে হবে।
বর্জনীয় বিষয় :
১) কোন অনুষ্ঠানে দাওয়াত খেতে গেছেন,এমন অবস্থায় ডিএসএলআর ক্যামেরা দিয়ে একটি ছবি তুলেছেন এই ধরনের ছবি দেওয়া যাবে না।
২) সেলফি স্টাইলে কোন ধরনের ছবি গ্রহনযোগ্য নয়।
৩) কোন ধরনের বাকা তেড়া ছবি সঙযুক্ত করা যাবে না।
৪) মেয়েদের ক্ষেত্রে সামনে চুল ঝোলানো যাবে না।
৫) ছবির চারদিকে বর্ডার নে দেওয়াই উত্তম।
৬) চকচকে কালারফুল বেশি ডিজাইন সম্পৃক্ত পোশাক পরিহার করা উত্তম।
৭) হাফ হাতা শার্ট পড়ে বা গোল গলা গেঞ্জি বা পোলো শার্ট পড়ে বা টি শার্ট পড়ে তোলা ছবি দেওয়া যাবে না।
৮) ছবির জন্য শাড়ী পড়তে হবে এর কোন বাধ্য বাধকতা নেই।
৯) ভারী অর্ণামেন্টস বা গর্জিয়াস সাজ না করাই ভালো।
১০) বোরখা পড়ে মুখ ঢেকে ছবি না তোলাই উত্তম।

নিচের ভিডিওগুলি সকলকে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে এবং ভিডিওগুলি তথ্যবহুল হলে এবং আপনার ক্যারিয়ারের জন্য উপকারী হলে প্রফেশনাল ডেভলপমেন্ট রিলেটেড এই চ্যানেলটি সাবসক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন পরবর্তী সকল ভিডিওর আপডেট পেতে।
আপনার ক্যারিয়ার আপনার সম্পদ,তাই আপনার সম্পদকে রক্ষা করার দায়িত্বও আপনার। নিচের ভিডিও লিংকগুলিতে ক্লিক করুন এবং আপনার ক্যারিয়ারের ভুলগুলি সংশোধনের চেষ্ঠা করুন :
সিভি তৈরীর কমন কিছু ভুল : https://youtu.be/J_U4mQ1Xx3Q
ফ্রেশারদের ইন্টারভিউ বোর্ডে যে সকল প্রশ্ন করা হয় : https://youtu.be/E6Bu0FIzedg
অভিজ্ঞদের ইন্টারভিউ বোর্ডে যে সকল প্রশ্ন জিজ্ঞাসা করা হয় : https://youtu.be/TjP-eLjYOyM
ইন্টারভিউ বোর্ড থেকে রিজেক্ট হবার কারন : https://youtu.be/zynCTVX70iA
ইন্টারভিউ এর ৯ অক্ষর এর অর্থ : https://youtu.be/zKCE_YWj51E
প্রথম পর্ব : ইন্টারভিউ কমন প্রশ্ন এবং উত্তর : https://youtu.be/vOAOwyUVsZw
দ্বিতীয় পর্ব : ইন্টারভিউ কমন প্রশ্ন এবং উত্তর : https://youtu.be/TrI3YyERex8
তৃতীয় পর্ব : ইন্টারভিউ কমন প্রশ্ন এবং উত্তর : https://youtu.be/XVAWFXUNZ4I
ইন্টারভিউ কেন খারাপ হয় : https://youtu.be/4QT1cruUViI
ইন্টারভিউ কিভাবে দিবেন : https://youtu.be/2lOIjr4caVE
ক্যারিয়ার জিজ্ঞাসা : https://youtu.be/Wyz2okJWZ7w
কোন প্রতিষ্ঠানে কাজে যোগদান করার পূর্বে করণীয় : https://youtu.be/UEnAvAuKbbo
ইন্টারভিউ বোর্ডে সিভিতে কি দেখা হয় : https://youtu.be/FCyZ_fU2dzA
যেভাবে সিভি লিখলে চাকুরী ১০০% নিশ্চিত : https://youtu.be/tMX9XcgHu5E
আপনার যোগ্যতা অনুযায়ী সঠিক পেশা নির্বাচন করুন : https://youtu.be/sWn2u6ROvbg
ইন্টারভিউ বোর্ডে কারা থাকেন : https://youtu.be/9Xsfz1j2Szs
প্রথম পর্ব : ইন্টারভিউ বোর্ডে যাবার পূর্বে করণীয় : https://youtu.be/s-hJ6Gi9Yl4
দ্বিতীয় পর্ব : ইন্টারভিউ বোর্ডে প্রবেশের পরে করণীয় : https://youtu.be/iGkEopZLpdw
তৃতীয় পর্ব : ইন্টারভিউ বোর্ডে প্রবেশের পূর্বে বর্জনীয় : https://youtu.be/wIh2Que-4cQ
চতুর্থ পর্ব : ইন্টারভিউ বোর্ডে প্রবেশের পরে বর্জনীয় : https://youtu.be/jX5s0bF5x5s
স্বপ্ন সবাই দেখে কজনার সত্যি হয় : https://youtu.be/8aqB8C52k6k
ক্যারিয়ার স্বপ্ন ও বাস্তবতা : https://youtu.be/39w0r9wQs18

#cv #resume #interview #ইন্টারভিউ
Category
Job
Be the first to comment