Featured

চাকরী পাওয়ার শর্টকাট | Bdjobs Profile | Siraj Uddin Chowdhury Rubel



Published
হন্যে হয়ে এদিক সেদিক ছোটাছুটি করে চাকরি খোঁজার দিন ইন্টারনেটের কল্যাণে প্রায় শেষের পথে। কোন প্রতিষ্ঠান, কোন কাজের জন্য, কত জন লোক নিয়োগ করবে তা অনলাইন জব পোর্টালগুলোর মাধ্যমে ঘরে বসেই জানা যাবে। ইন্ডাস্ট্রি ভেদে ফুল-টাইম, অথবা পার্ট-টাইম চাকুরির বিজ্ঞপ্তি দেখার এবং সাথে সাথেই আবেদন করার সুযোগ থাকছে এই প্ল্যাটফর্মগুলোতে।
তবে এজন্য চোখ কান খোলা রাখা গুরুত্বপূর্ণ। অনলাইনে জব খোজার জন্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সাইট হচ্ছেলঃ
• Bdjobs
ইন্টারনেটের সহজলভ্যতার কারণে অনলাইন জব পোর্টালগুলোই চাকরির বিজ্ঞাপন দেবার এবং চাকরি খোঁজার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। এসব প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলার পাশাপাশি আপনাকে সর্বদা সিভিও আপ-টু-ডেট রাখতে হবে।

ভিডিওটির কারিগরঃ HR Perception

আন্তর্জাতিক সিভি/রিজুমি রাইটার এবং ক্যারিয়ার কোচ "সিরাজ উদ্দিন চৌধুরী রুবেল" স্যারকে ফেসবুকে ফলো করতে চাইলে নিচের লিংকে ক্লিক করুনঃ
www.facebook.com/SirajUddinChowdhuryRubel

HR Perception এর অফিসিয়াল ফেসবুক পেইজে লাইক দিয়ে কানেক্টেড থাকতে ভিজিট করুন নিচের লিংকেঃ
www.facebook.com/HRPerception

**CV/Resume Writing Service:
HR Perception থেকে নিজের জন্য একটি স্ট্যান্ডার্ড সিভি বানাতে কল করুন 018 7696 6969 নম্বরে।


ভিডিওটির ইউটিউব লিংকঃ
https://youtu.be/ffJTChaWLPc
Category
Job
Be the first to comment